ক্রিকেট বিশ্বের স্পিন জাদুকর শেন ওয়ার্ন থাইল্যান্ডের কো সামুই দ্বীপের একটি প্রাইভেট ভিলায় গত শুক্রবার (৪ মার্চ) মারা যান। নিজের অবকাশ কেন্দ্রে ওয়ার্নের আকস্মিক মৃত্যুতে তদন্তে নেমেছিল থাইল্যান্ডের পুলিশ। তবে ময়নাতদন্ত শেষে সোমবার ওয়ার্নের মৃতদেহ তার পরিবারকে অস্ট্রেলিয়ায় নিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে তারা।
এদিকে মেলবোর্ন ভিত্তিক পত্রিকা দ্য হেরাল্ড সান জানিয়েছে, অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগ স্পিনারের শেষকৃত্য ঐতিহাসিক মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) অনুষ্ঠিত হবে। আগামী দুই সপ্তাহের মধ্যেই ওয়ার্নের শেষকৃত্য হবে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, এমসিজিতে এক লাখের মতো লোকের উপস্থিতিতে এই লেগ স্পিন জাদুকরের শেষকৃত্য অনুষ্ঠিত হবে। সেখানে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন এবং ভিক্টোরিয়া রাজ্যের প্রধান ড্যানিয়েল অ্যান্ড্রিউজও উপস্থিত থাকবেন।
এদিকে ওয়ার্নের ম্যানেজার জেমস আর্সকিন বলেছিলেন, ওয়ার্নের শেষকৃত্য অনুষ্ঠানের জন্য এমসিজিই সবচেয়ে উপযুক্ত জায়গা। স্টেডিয়ামের একটি স্ট্যান্ডের নামও শেন ওয়ার্ন স্ট্যান্ড করা হবে।
আন্তর্জাতিক ক্রিকেটে ওয়ার্নের অভিষেক ভারতের বিপক্ষে ১৯৯২ সালে। এরপর দীর্ঘ ১৫ বছরের ক্যারিয়ারে ১৪৫ টেস্ট ও ১৯৪ ওয়ানডে ম্যাচে দেশকে প্রতিনিধিত্ব করেছেন এই কিংবদন্তি। যেখানে ওয়ার্ন তার ঝুলিতে পুরেছেন টেস্টে ৭০৮ উইকেট ও ওয়ানডেতে ২৯৩ উইকেট। টেস্ট ক্রিকেটে সর্বপ্রথম সাত'শ উইকেট শিকারি বোলারও তিনি। যা পরে শ্রীলঙ্কান মুথিয়া মুরালিধরন ৮০০ উইকেট নিয়ে ওয়ার্নকে পিছনে ফেলেছেন।